গয়না ও টাকা সহ অ্যাটাচি ফিরিয়ে দিলেন ট‍্যাক্সি চালক : পুলিশ সম্বর্ধনা জানালো

30th December 2020 4:48 pm কলকাতা
গয়না ও টাকা সহ অ্যাটাচি ফিরিয়ে দিলেন ট‍্যাক্সি চালক : পুলিশ সম্বর্ধনা জানালো


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  যেমনটা জানা গেছে মহেশতলার ময়না গড়ের বাসিন্দা ফুচকা বিক্রেতা রাজ কুমার সাউ নামে জনৈক এক ব্যক্তি তার পরিবার নিয়ে বিগত দশ বছর ধরে মহেশতলাতেই  থাকেন। মেয়ের বিয়ের জন্য দেশের বাড়ি ঝাড়খণ্ডের ছাপড়া থেকে গয়না এবং নগদ টাকা সমেত বাবুঘাট থেকে সোমবার ২৮ শে ডিসেম্বর ট্যাক্সিতে করে মহেশতলায় ফিরে সমস্ত ব্যাগ নামিয়ে নিলেও গয়না এবং টাকা সমেত লক করা অ্যাটাচিটি নামাতে ভুলে যান। কিন্তু ব্যাগের সন্ধান যখন পরিবার করছিল তখন ওই ট্যাক্সিচালক ট্যাক্সি নিয়ে বাবু ঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিল। বাধ্য হয়েই মহেশতলা থানায় একটি জিডি  করে পেশায় ওই ফুচকা বিক্রেতা। তার পরিপ্রেক্ষিতেই মহেশতলা থানার সাদা পোশাকের পুলিশ রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে ট্যাক্সিটি কে চিহ্নিত করেন। জানা যায় ওই ট্যাক্সিটি সেইদিন পার্ট টাইম হিসেবে চালাচ্ছিলেন রুপলাল রায় নামে জনৈক ব্যক্তি। শ্যাম বাজারের বাসিন্দা ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে ঠিক যে অবস্থায় অ্যাটাচিটি ছিল সেই অবস্থাতেই উদ্ধার করে মহেশতলা থানার পুলিশ। আজ ওই উদ্ধার হওয়া অ্যাটাচিটি রাজকুমার সাউ কে ফেরত দেওয়ার পাশাপাশি ট্যাক্সিচালক রুপলাল রায় কেও মহেশতলা থানা থেকে সংবর্ধনা দেওয়া হয়।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।